‘ফাইজার-বায়োএনটেক’ ভ্যাকসিনের অনুমতি দিলো ইউরোপীয় ইউনিয়ন

|

সদস্য দেশগুলোর জন্য করোনা প্রতিরোধক ‘ফাইজার-বায়োএনটেক’ ভ্যাকসিনের অনুমতি দিলো ইউরোপীয় ইউনিয়ন।

সোমবার জোটের প্রেসিডেন্ট এক বিবৃতিতে জানান, ২৭ ডিসেম্বর থেকে শুরু হবে টিকাদান কর্মসূচি। দু-তিনদিনের মধ্যেই মার্কিন বায়োটেক প্রতিষ্ঠান ফাইজারের ভ্যাকসিনের প্রথম চালান পৌঁছাবে জোটভুক্ত দেশগুলোয়। এর মাধ্যমে ইউরোপের ২৭ দেশের ৪১ কোটির বেশি মানুষের জন্য ভ্যাকসিন প্রয়োগের প্রক্রিয়া শুরু হলো।

শুরুতে প্রবীণ ও ঝুঁকিতে থাকা রোগীদের পাশাপাশি টিকাটি পাবেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। ইইউ জানিয়েছে, মডার্নার টিকা অনুমোদনের বিষয়েও সিদ্ধান্ত আসবে দ্রুত।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply