পাপিয়া ও তার স্বামীকে দ্বিতীয় দিনের মত জিজ্ঞাসাবাদ করছে দুদক

|

অবৈধ সম্পদ অর্জনের মামলায় নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানকে দ্বিতীয় দিনের মত জিজ্ঞাসাবাদ করছে দুদক।

মঙ্গলবার সকালে তাদের সেগুন বাগিচার দুদকের প্রধান কার্যালয়ে নিয়ে আসা হয়। এরপর তদন্ত কর্মকর্তারা তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেন। গতকাল দিনব্যপী প্রথমবারের মত দুদক জিজ্ঞাসাবাদ করে তাদের।

গত ৪ আগস্ট ৬ কোটি ২৪ লাখ ১৮ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পাপিয়া ও তাঁর স্বামীর বিরুদ্ধে মামলা করে দুদক। মামলায় বলা হয়, আসামিরা জ্ঞাত আয়বর্হিভূত সম্পদ অর্জন করেছেন। চলতি বছরের ২২ ফেব্রুয়ারি শামীমা নূর পাপিয়া ও তাঁর স্বামী মফিজুর বিদেশে পালিয়ে যাওয়ার সময় ঢাকার বিমানবন্দর থেকে তাঁদের গ্রেপ্তার করে র‍্যাব।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply