কুয়েতে ১ জানুয়ারি পর্যন্ত কার্গো ব্যতীত সবধরনের ফ্লাইট ও শিপ বন্ধ ঘোষণা

|

বিশ্বে করোনার বিস্তার ভয়াবহভাবে বৃদ্ধি পাওয়ায় আগামী ১ জানুয়ারি পর্যন্ত সব ধরনের বাণিজ্যিক ফ্লাইট, স্থলবন্দর ও সমুদ্রপথ বন্ধের ঘোষণা দিয়েছে কুয়েত সরকার। তবে কার্গো বিমানকে এ নিষেধাজ্ঞার আওতার বাহিরে রাখা হয়েছে।

সোমবার কুয়েতের সিভিল এভিয়েশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ২১ ডিসেম্বর দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ২৩০ জন, সুস্থ হয়েছে ২১৬ জন এবং মারা গেছে একজন।

কুয়েতে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৯২২ জনের। আইসিইউতে রয়েছে ৫৫ জন, চিকিৎসা চলছে ৩ হাজার ১৪৫ জনের এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৪৪ হাজার ১৪২ জন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply