ফেডারেশন কাপ দিয়েই মাঠে ফিরছে ঘরোয়া ফুটবল

|

করোনার মহামারি সামলে অবশেষে মাঠে ফিরছে ঘরোয়া ফুটবল। মঙ্গলবার থেকে বসুন্ধরা কিংস ও রহমতগঞ্জের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে ফেডারেশন কাপের ২৩-তম আসর। ২০১৮-১৯ মৌসুমে সর্বোচ্চ পর্যায়ের ফুটবলে অভিষেকের পর থেকেই শিরোপা নিয়ে ঘরে ফিরতেই মাঠে নামে বসুন্ধরা কিংস। কিংসদের ছোট ক্যারিয়ারে এরই মধ্যে জিতে নিয়েছে একটি লিগ শিরোপা। আর তিন টুর্নামেন্টে অংশ নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে দুটিতেই।

প্রফেশনাল ফুটবলে যাত্রা শুরু করে প্রথম ফেডারেশন কাপে হয়েছে রানার্সআপ। এরপর লিগ চ্যাম্পিয়ন হয়ে শিরোপার হাত ধরে হাঁটা শুরু। জিতেছে স্বাধীনতা কাপ ও গত মৌসুমের ফেডারেশন কাপ।

গত চারটি ফেডারেশন কাপের প্রথম তিনটিতেই চ্যাম্পিয়ন হয়েছিলো ঢাকা আবাহনী। সর্বশেষ আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। ২০০৭ সালে শুরু হওয়া পেশাদার লিগের প্রথম ১০ আসরে ছয়বারই চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা আবাহনী।

ফেডারেশন কাপ ফুটবলের গ্রুপ:
গ্রুপ ‘এ’-শেখ রাসেল, শেখ জামাল ও বাংলাদেশ পুলিশ
গ্রুপ ‘বি’-সাইফ স্পোর্টিং, আরামবাগ, ব্রাদার্স ইউনিয়ন এবং উত্তর বারিধারা
গ্রুপ ‘সি’-বসুন্ধরা কিংস, চট্টগ্রাম আবাহনী ও রহমতগঞ্জ
গ্রুপ ‘ডি’-ঢাকা আবাহনী, মোহামেডান ও মুক্তিযোদ্ধা


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply