ওমানের সব ফ্লাইট বাতিল করেছে বিমান

|

৭ মাস পর বাংলাদেশ-ভারত বিমান চলাচল শুরু

ওমান নিষেধাজ্ঞা দেয়ায় দেশটির সঙ্গে আগামী এক সপ্তাহ বাংলাদেশ বিমানের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। বিমানের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এ তথ্য নিশ্চিত করেছেন।

এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, কোভিড-১৯ মহামারির কারণে ২২ ডিসেম্বর, ২০২০ থেকে মাস্কাটগামী বাংলাদেশ বিমানের সকল ফ্লাইট বাতিল করা হয়েছে। বাতিলকৃত ফ্লাইটসমূহের যাত্রীদের পরবর্তীতে ফ্লাইট পুনরায় চালুর পর আসন খালি থাকা সাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে টিকিট দেয়া হবে।

জানা গেছে, ওমান সরকার করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করে সাময়িকভাবে দেশটিতে আকাশপথের সকল ধরনের যোগাযোগ স্থগিত করেছে। তবে কার্গো বিমান, জাহাজ ও পণ্যবাহী ট্রাককে ছাড় দেয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply