নাটোরে বিপন্ন প্রজাতির শকুন বন্যপ্রাণী বিভাগে হস্তান্তর

|

স্টাফ রিপোর্টার:

নাটোরের সিংড়ায় উদ্ধারকৃত বিপন্ন প্রজাতির হিমালয়ী গৃধিনী শকুনটি রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগে হস্তান্তর করা হয়েছে।

রোববার দুপুরে বিভাগীয় কর্মকর্তা জিল্লুর রহমান ও বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর হোসেনের কাছে শকুনটি হস্তান্তর করা হয়। এসময় চলনবিল জীব-বৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ অন্যান্য পরিবেশ কর্মীরা উপস্থিত ছিলেন।

বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর হোসেন জানান, শনিবার সকালে নাটোরের সিংড়া থেকে শকুনটি উদ্ধার করেন চলনবিল জীব-বৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা। এটা হিমালীয় গৃধিনী প্রজাতির শকুন। প্রাণীটি বিপন্ন পরিবেশ ও খাদ্যের অভাবসহ নানা সংকটে ছুটে বেড়ায়।

হস্তান্তরের পর শকুনটিকে রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। পরে তাকে সুবিধাজনক স্থানে অবমুক্ত করা হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply