শীতার্তদের মাঝে বিসিএস সুপারিশপ্রাপ্তদের আড়াই হাজার কম্বল বিতরণ

|

”সাহায্য নয় উপহার, পাশে থাকবো অঙ্গীকার” এ স্লোগানকে সামনে রেখে ৩৮তম বিসিএস ক্যাডার (সুপারিশপ্রাপ্ত) পরিবারের উদ্যোগে উত্তরবঙ্গ, চরাঞ্চল, পাহাড়ি অঞ্চল, বন্যা কবলিত অঞ্চলসহ ঢাকার ছিন্নমূল শীতার্তদের মাঝে ২৪০০ গ্রাম ওজনের ২৫০০টি ভালো মানের কম্বল, ৩ হাজার মাস্ক, ২১৫০টি পেট্রোলিয়াম জেলি বিতরণ করা হয়েছে।

শুক্রবার সারাদেশের অংশ হিসেবে ঢাকা,সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা, নাটোর, নওগাঁ, রংপুর, নীলফামারী, ঠাকুরগাঁও, পঞ্চগড়, লালমনিরহাট, রাঙামাটি, খাগড়াছড়ি, নেত্রকোনায় একযোগে ৩৮তম বিসিএস ক্যাডার পরিবারের সদস্যবৃন্দ এই বিতরণী কাজ সম্পন্ন করেছে। সার্বিক বাস্তবায়নে প্রত্যন্ত অঞ্চলের অনেক স্বেচ্ছাসেবী সহায়তা করেন।

বিতরণকালে তারা বলেন, “জনগণের ট্যাক্সের টাকায় আমরা পড়াশোনা করেছি, সুতরাং তাদের পাশে আমাদের সর্বদা সেবার মানসিকতা নিয়ে এগিয়ে আসা নৈতিক দায়িত্ব।”

কার্যক্রমের শুরুতে সুপারিশপ্রাপ্ত ক্যাডারবৃন্দ দুর্গম চর, পাহাড় ও প্রত্যন্ত অঞ্চলের প্রকৃত শীতার্ত মানুষদের বাড়ি বাড়ি গিয়ে নিজেরা তালিকা তৈরি করেছেন, টোকেন দিয়েছেন এবং সুধীসমাজ ও প্রশাসনের উপস্থিতিতে তারা বিতরণী কার্যক্রম সম্পন্ন করেছেন।

দেশের সেবায় যোগদানের পূর্বেই তাদের এ মহতী উদ্যোগ প্রত্যন্ত অঞ্চলের শীতার্ত মানুষের মনে উষ্ণতার পরশ বুলিয়েছে। এর আগে এ বছর বন্যা কবলিত মানুষের জন্যও তারা উপহার পাঠিয়েছিল। দেশের মানুষের যে কোন বিপদে পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ৩৮তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত ২২০৪ জন ভবিষ্যৎ সিভিল সার্ভেন্ট।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply