মৃত্যুর আগে লিখে যাওয়া চিঠিতে যা লিখে গেছেন ম্যারাডোনা

|

ফুটবল জাদুকর দিয়াগো ম্যারাডোনা নাকি মৃত্যুর আগে একটি চিঠি লিখে গেছেন যেখানে বলা হয়েছে মৃত্যুর পরে যেন তার মরদেহ সংরক্ষণ করা হয়। এবং তার মরদেহের সাথেই যেন রাখা হয় তার জীবনের অর্জন ও ব্যক্তিগত জিনিস পত্র।

ম্যারাডোনার আইনজীবী আর্জেন্টিনার বেশ কয়েকটি গণমাধ্যমে জানিয়েছেন এবছর ১৩ অক্টোবর নিজের শেষ ইচ্ছা জানিয়ে একটি চিঠি লিখে স্বাক্ষর করে গিয়েছেন ম্যারাডোনা। ওই চিঠিতে তিনি লিখেছেন অনেক চিন্তা করে আমি ঠিক করেছি, আমার দেহ যেন সংরক্ষণ করা হয়। যেখানে সংরক্ষণ করা হবে, সেখানে যেন রাখা হয় আমার সব ট্রফি, ব্যক্তিগত জিনিস। মানুষ এখানে এসে যেন ভালোবাসা জানাতে পারে।’

বুয়েন্স আইরেসের বেলা ভিস্তায় সমাধিস্থ করা ম্যারাডোনার মরদেহ উঠিয়ে আনার কথা চিন্তা করছেন বলে জানান ম্যারাডোনার আইনজীবী। তিনি আরও জানিয়েছেন ফুটবল ঈশ্বরের ভাইদের সাথে এ ব্যাপারে আলোচনা চলছে। সেই সাথে এমন কোন জায়গায় মরদেহ রাখা কথা চিন্তা করা হচ্ছে যেখানে সর্বস্তরের মানুষ প্রবেশ করতে পারবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply