চাকরিচ্যুত কর্নেল শহীদকে অবৈধ সম্পদ অর্জন ও কর ফাঁকির মামলায় ৯ বছরের কারাদণ্ড

|

সেনাবাহিনীর চাকরিচ্যুত কর্নেল শহীদ উদ্দিন খানকে অবৈধ সম্পদ অর্জন ও কর ফাঁকির মামলায় ৯ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতবছর কর বিভাগ থেকে অবৈধ সম্পদ অর্জন ও কর ফাঁকির মামলা করা হয়।

রোববার সকালে মহানগর দায়রা জজ আদালতে এ রায় দেয়া হয়। মামলার অভিযোগে বলা হয়, আসামি শহীদ উদ্দীন চাকরিরত থেকে এবং চাকুরীচ্যুত হয়ে অবৈধ সম্পদ অর্জন করেন। কর বিভাগে সেসবের কোনো ট্যাক্সও জমা না দেয়ার পাশাপাশি এ নিয়ে মিথ্যা তথ্যও দেন তিনি। এসব অভিযোগ প্রমাণিত হওয়ায় বিভিন্ন ধারায় মোট ৯ বছরের দণ্ড দেন আদালত।

গতবছর জানুয়ারি মাসে, তার বাসা থেকে বিস্ফোরক, অস্ত্র উদ্ধার করে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। সেই মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। বহুদিন ধরে লন্ডনে অবস্থান করছেন চাকরিচ্যুত সেনা কর্মকর্তা শহীদ উদ্দিন খান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply