বেড়েই চলেছে করোনার সেকেন্ড ওয়েভের ভয়াবহতা

|

দিন দিন বেড়েই চলেছে করোনার সেকেন্ড ওয়েভের ভয়াবহতা। বিশ্বজুড়ে আরও ১০ হাজার ৭শ’র বেশি মানুষের প্রাণ কেড়ে নিলো করোনাভাইরাস।

গেলো একদিনে প্রায় ৬ লাখ মানুষের শরীরে শনাক্ত হয়েছে করোনার উপস্থিতি। সংক্রমণ আর প্রাণহানির শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে শনিবার আড়াই হাজার ছুঁই ছুঁই প্রাণহানি। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ১ লাখ ৭৩ হাজারের বেশি। দেশটিতে করোনায় মোট মৃত্যু ৩ লাখ ২৩ হাজারের বেশি।

কোভিড-১৯ এ গত ২৪ ঘণ্টায় ৭৬২ জনের মৃত্যু দেখেছে মেক্সিকো। আর ব্রাজিলে প্রাণ গেছে ৬৬৯ জনের। সাড়ে ৫শ’র মতো মৃত্যু হয়েছে রাশিয়া, ইতালি ও যুক্তরাজ্যে।

এদিকে, ভারতে শনিবার করোনায় মৃত্যু হয়েছে ৩৪২ জনের। আর ২৭ হাজারের কাছাকাছি
হয়েছে নতুন সংক্রমণ।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply