৮ ঘণ্টা পর উত্তরবঙ্গের সাথে জয়পুরহাটের ট্রেন চলাচল ফের শুরু

|

জয়পুরহাটের পুরানপৈল রেল ক্রসিংয়ে দুর্ঘটনায় প্রায় ৮ ঘণ্টা বন্ধ থাকার পর উত্তরবঙ্গের সাথে জয়পুরহাটের ট্রেন চলাচল আবার শুরু হয়েছে। এতে বাসের ১২ যাত্রী নিহত হয়। তারপর উত্তরাঞ্চলের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

শনিবার সকাল পৌনে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, পার্বতীপুর থেকে রাজশাহীতে যাচ্ছিল ট্রেনটি। অন্যদিকে পাঁচবিবি থেকে ছেড়ে যাওয়া বাসটি জয়পুরহাট যাওয়ার পথে উঠে পড়ে পুরানপৈল রেলগেটে। এ সময় বাসটিকে ধাক্কায় দেয় ট্রেন। মুহূর্তেই দুমড়ে-মুচড়ে যায় বাসটি। ঘটনাস্থলেই বাসের ১০ যাত্রীর মৃত্যু হয়।

পরে চিকিৎসাধীন আরও দুইজন মারা যান। এতে এখন পর্যন্ত ১২ জন মারা গেলেন। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। আর আহত হয়েছেন আর ৪ জন। তবে ভোরবেলা হওয়ায় বাসটিতে যাত্রীর সংখ্যা কম ছিলো।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply