ভারতের ৩৬ রানের লজ্জা

|

অস্ট্রেলিয়ান পেসার হ্যাজেলউডের বোলিং তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে ভারতের ব্যাটিং লাইনআপ। স্বাগতিকদের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ক্রিকেট ইতিহাসে সর্বনিম্ন স্কোর করেছে ভারত। এই ম্যাচে মাত্র ৩৬ রানেই দ্বিতীয় ইনিংস শেষ করে ভারত।

অজিদের বিপক্ষে এই ইনিংসে ভারতের কোন ব্যাটারই দুই অংকের ঘরে রান করতে পারেনি। মাত্র ২০ ওভার ১ বলেই ইনিংস থেমে যায় ভারতের। এর আগে ১৯৭৪ সালে লর্ডসে সর্বনিম্ন ৪২ রানের রেকর্ড ছিলো ইংল্যান্ডের সাথে। ১৯৪৭ সালে ব্রিসবনে অস্ট্রেলিয়ার সাথেই অলআউট হয়েছিলো মাত্র ৫৮ রানে। ১৯৫২ সালে আবারও ৫৮ রানে অল আউট হয়েছিলো ম্যানচেস্টারে সেটি ছিলো ইংল্যান্ডের বিপক্ষে। ১৯৯৬ সালে দক্ষিণ আফ্রিকার সাথে ভারত অল আউট হওয়ার ঘটনা ঘটে ৬৬ রানে।

প্যাট কামিন্স নিয়েছেন চার উইকেট আর হ্যাজেলউড নিয়েছেন ৫টি উইকেট। জয়ের জন্য ৯০ রানের লক্ষ্যে ব্যাট করছে স্বাগতিক অস্ট্রেলিয়া।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply