ভারতে চলমান আন্দোলন থামাতে কৃষকদের উদ্দেশ্যে খোলা চিঠি দিলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী

|

ভারতে চলমান আন্দোলন থামাতে কৃষকদের উদ্দেশ্যে খোলা চিঠি দিলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার। বৃহস্পতিবার এক টুইট বার্তায় সেই চিঠি পড়তে এবং সবার কাছে পৌঁছে দেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

হিন্দিতে লেখা আট পৃষ্ঠার ওই চিঠিতে বলা হয়, কিছু কৃষক সংগঠন নতুন কৃষি আইন নিয়ে ভুল বুঝিয়ে দেশের সমস্ত কৃষকদের আন্দোলনে নামিয়েছে। কৃষিমন্ত্রী উল্লেখ করেন, প্রতিটি কৃষকের ভুল ধারণা ভেঙে তাঁদের চিন্তামুক্ত রাখার দায়িত্ব সরকারের। তাই কেন্দ্র ও কৃষকদের মধ্যে বিভাজনের দেওয়াল তৈরির যে ষড়যন্ত্র চলছে তার সবার সামনে তুলে ধরতে এই চিঠি।

নরেন্দ্র মোদি টুইট বার্তায় বলেন, কৃষকদেরকে সত্য বোঝানোর চেষ্টা করেছেন মন্ত্রী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply