এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত বিভিন্ন দেশ থেকে প্রায় ৩ লাখ কর্মী ফেরত এসেছে: প্রবাসী কল্যাণ মন্ত্রী

|

এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ৩ লাখ কর্মী ফেরত এসেছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। এভাবে ফেরত আসা অব্যাহত থাকলে তার প্রভাব রেমিট্যান্সে পড়বে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

শুক্রবার সকালে রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ মন্ত্রনালয়ে এসব কথা জানান তিনি। তিনি বলেন, যারা ফেরত এসেছে তাদের জন্য সহজশর্তে ঋণ এবং চাহিদা অনুযায়ী প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। শ্রমবাজার খুললে তাদের আবারও বিদেশ পাঠানো হবে। প্রবাসী কর্মীদের জন্য ৭শ’ কোটি টাকা বরাদ্দ এবং দেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হয়েছে বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, লেবানন সহ বিশ্বের বিভিন্ন দেশে যেসব শ্রমিক আটকা আছে, পর্যায়ক্রমে তাদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে সরকার। মালয়েশিয়ার শ্রম বাজার চালু এবং শ্রমিক নেয়ার বিষয়েও কুটনৈতিক প্রচেষ্টা চলছে। জর্ডান আগামী ২ মাসের মধ্যে প্রায় ১২ হাজার শ্রমিক নেবে বলে জানান মন্ত্রী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply