মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে সৌদিতে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরু

|

মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে সৌদি আরবে শুরু হলো করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি। বৃহস্পতিবার, স্বাস্থ্যমন্ত্রী তৌফিক আল রাবিয়া নিজেও গ্রহণ করেন ভ্যাকসিন।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবারই ফাইজার-বায়োএনটেক টিকার প্রথম চালান পৌঁছায় রিয়াদে। রাজধানীর একটি স্বাস্থ্যসেবা কেন্দ্রে ষাটোর্ধ্ব দুই নারী-পুরুষকে প্রথম টিকা দেয়া হয়, পরে টিকা নেন স্বাস্থ্যমন্ত্রী।

সৌদি আরবে এরইমধ্যে, ভ্যাকসিন গ্রহণে অনলাইনে নিবন্ধন করেছেন দেড় লাখের বেশি মানুষ। করোনাভাইরাসে, সৌদি আরবে সংক্রমিত তিন লাখ ৬০ হাজারের বেশি; প্রাণহানি ৬ হাজারের ওপর।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply