অটোপাসের মাধ্যমে সরকার একটি প্রজন্মকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে: রিজভী

|

পরীক্ষার বদলে অটোপাসের মাধ্যমে সরকার একটি প্রজন্মকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ।

বৃহস্পতিবার সকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এসময় তিনি বলেন, নিশিরাতে অটোপাস করা সরকার নিজেদের ব্যর্থতা ঢাকতেই বিভিন্ন ইস্যুতে জনগনকে ব্যতিব্যস্ত রেখেছে।

করোনায় আক্রান্তের সংখ্যা নিয়ে সরকার তথ্য গোপন করছে বলেও অভিযোগ করেন রিজভী। তিনি বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে সরকার। সরকার ভয় পায় বলেই ইশরাক হোসেনের বাসায় রাতের অন্ধকারে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন রিজভী আহমেদ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply