অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবেই পরিচালিত হবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

|

বাংলাদেশ অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবেই পরিচালিত হবে বলে জানিয়েছেন আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, এই দেশ সকল ধর্মের মানুষের, তাই কোন ধর্মের মানুষের অবহেলা করা হবে না এই মাটিতে।

বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্স যোগ দিয়ে এমনটা জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর আদর্শে দেশ পরিচালিত হচ্ছে, তাই উন্নত রাষ্ট্রের দ্বার প্রান্তে রয়েছে বাংলাদেশ। এসময়, সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়ে শেখ হাসিনা বলেন প্রত্যেক মানুষের পাশে থাকবে সরকার। দৃঢ়কন্ঠে জানান, বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলার প্রত্যয়ের কথা। বলেন, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা অসাম্প্রদায়িক।

প্রধানমন্ত্রী বলেন, সব ধর্মের মানুষের রক্তের বিনিময়ে আজকের বাংলাদেশ; তাই সবাইকে যেকোনো পরিস্থিতি মোকাবেলা করতে হবে সহনশীলতার সাথে।

করোনাকালে শারীরিকভাবে কোনো অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারাকে ‘জেলখানার বন্দি জীবনে’র সাথে তুলনা করেন প্রধানমন্ত্রী। দেশবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান ছিল তাঁর কন্ঠে।

আলোচনায় আওয়ামী লীগ নেতারা সরকারের ভূয়সী প্রশংসা করে বলেন, দেশ বিরোধী চক্র এখনও অগ্রগ্রতি চায় না।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply