কক্সবাজার সমুদ্র সৈকতে উদ্বোধন করা হয়েছে বালু দিয়ে তৈরি বঙ্গবন্ধুর ভাস্কর্য

|

কক্সবাজার সমুদ্র সৈকতে উদ্বোধন করা হয়েছে বালু দিয়ে তৈরি বঙ্গবন্ধুর ভাস্কর্য

কক্সবাজার সমুদ্র সৈকতে উদ্বোধন করা হয়েছে বালু দিয়ে তৈরি বঙ্গবন্ধুর ভাস্কর্য।

কুষ্টিয়ায় হামলার প্রতিবাদ ও জন্মশতবার্ষিকী উপলক্ষে সৈকতে এই বিশেষ আয়োজন। জেলা প্রশাসনের উদ্যোগে এটি নির্মাণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ১০ জন সাবেক শিক্ষার্থীর একটি দল।

নির্মাতারা বলেছেন, প্রায় ১০ ফুট উচ্চতা ও ১৪ ফুট প্রশস্ত এ ভাস্কর্যটি এখন পর্যন্ত নির্মিত দেশের সবচেয়ে বড় বালুর ভাস্কর্য। একইসাথে এর পাশে আরেকটি ভাস্কর্যে ফুটিয়ে তোলা হয়েছে জাতির জনকের ৭ মার্চের ভাষণ। ভাস্কর্যগুলো স্থায়ীত্ব হবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply