ভারতীয় বাহিনীর কারণে ১৯৭১ সালে নতুন ইতিহাস রচিত হয়েছে: মোদি

|

ভারতীয় বাহিনীর কারণে ১৯৭১ সালে নতুন ইতিহাস রচিত হয়েছে: মোদি

পাকিস্তানের বিরুদ্ধে জয়ের ৫০ বছরে পদার্পণ উপলক্ষে বছরব্যাপী আয়োজন শুরু করেছে ভারত। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নেয়া ভারতীয় সেনাদের সম্মান ও স্বীকৃতি জানাবে দিল্লি।

বুধবার সকালে দিল্লিতে, ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে, শ্রদ্ধা জানান ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এসময় ‘স্বর্ণিম বিজয় বর্ষ’ শিরোনামে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। প্রজ্বলন করা হয় চারটি বিজয় মশাল।

এক বিবৃতিতে মোদি বলেন, ভারতীয় বাহিনীর বীরত্বের কারণে ১৯৭১ সালে নতুন ইতিহাস রচিত হয়েছে। পৃথক বিবৃতিতে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, পাকিস্তানের পরাজয়ে বাংলাদেশের স্বাধীনতার পথ সুগম হয়েছে। ঢাকায় পাকিস্তানিদের আত্মসমর্পণের দিনটিকে ভারতও ‘বিজয় দিবস’ হিসেবে উদযাপন করে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply