বলিভিয়ায় আবিষ্কৃত হলো ২০ প্রজাতির নতুন প্রাণ

|

বলিভিয়ায় আবিষ্কৃত হয়েছে ২০ প্রজাতির নতুন প্রাণ। নতুন করে সন্ধান মিলেছে বিলুপ্ত বলে মনে করা হতো- এমন কিছু প্রাণীর। এমনটি জানিয়েছে কনজারভেশন ইন্টারন্যাশনাল।

দক্ষিণ আমেরিকায় আন্দিজ পর্বতমালার বলিভিয়া অংশে খোঁজ মেলা এসব প্রাণীর তালিকায় আছে ‘লিলিপুটিয়ান ফ্রগ’, ‘ডেভিল-আইড ফ্রগ’। মাত্র ১০ মিলিমিটার দৈর্ঘ্যের ‘লিলিপুটিয়ান ফ্রগ’ বিশ্বের অন্যতম ক্ষুদ্র উভচর প্রাণী। মানুষের চোখে শেষবার ‘ডেভিল-আইড ফ্রগ’ ধরা দিয়েছিল ২০ বছর আগে। লাল চোখের কালো রঙের এই ব্যাঙের সন্ধানে এরপর অনেক অভিযান হলেও ব্যর্থ ছিল সবগুলো।

আরও পাওয়া গেছে চারটি নতুন প্রজাতির সন্ধান; যার দু’টোই ‘মেটালমার্ক বাটারফ্লাই’ গোত্রের। এছাড়া ১২৭ বছর পর দেখা গেছে ‘আলজাতিয়া ভার্টিসিলাটা’ নামের ছোট ফুলের গাছ, যা বলিভিয়া ছাড়া বিশ্বের আর কোথাও দেখা যায় না।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply