অনিয়ম ও দুর্নীতির তদন্তে বেকায়দায় রাবি প্রশাসন

|

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনিয়ম ও দুর্নীতি বিষয়ে ইউজিসির তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে শিক্ষা মন্ত্রণালয় উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান, উপ-উপাচার্য চৌধুরী মোহাম্মদ জাকারিয়া, রেজিস্টার ও ৫ জন শিক্ষকের নিকট কৈফিয়ত তলব করেছে। রেজিস্টার অধ্যাপক ড. এম এ বারীকে অব্যাহতি দেয়ার নির্দেশ দিয়েছে।

গত রোববার শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নীলিমা আফরোজ ১১টি চিঠিতে কৈফিয়ত তলব ও নির্দেশনা প্রদান করেন।

কৈফিয়ত তলবের চিঠিতে শিক্ষাগত যোগ্যতা শিথিল করে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে জড়িত থাকার কারণে কেনো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না সে বিষয়ে বলতে বলা হয়েছে।

উপাচার্যের মেয়ে ও জামাতাকে নিয়োগ দিয়ে স্বজনপ্রীতি ও অনিয়ম করা হয়েছে জানিয়ে ঐ নিয়োগ কেনো বাতিল করা হবে না তার ব্যাখ্যা চাওয়া হয়েছে। রেজিস্টার অধ্যাপক এম এ বারীকে অব্যাহতি দেওয়ার নির্দেশনাও প্রদান করেছে।

এছাড়াও নিয়ম বহির্ভূতভাবে ডুপ্লেক্স বাড়ি দখলে রেখে ৫ লাখ ৬১ হাজার টাকা ক্ষতি করায় সেই টাকা সরকারি কোষাগারে উপাচার্যকে জমা দেয়ার নির্দেশনাও দিয়েছে মন্ত্রণালয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply