আজ থেকে স্কুলে ২০২১ শিক্ষাবর্ষের অনলাইনে ভর্তি কার্যক্রম শুরু

|

আজ থেকে শুরু হচ্ছে দেশের সকল সরকারি-বেসরকারি স্কুলের ২০২১ শিক্ষাবর্ষের অনলাইনে স্কুলে ভর্তি কার্যক্রম। লটারির মাধ্যমে অনুষ্ঠিত হবে এই ভর্তি কার্যক্রম। সকাল ১০ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত স্কুলগুলোর জন্য অনলাইনে আবেদন করা যাবে ।

অনলাইনে আবেদনের গ্রহণের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৭ ডিসেম্বর। ৩০ ডিসেম্বর লটারির মাধ্যমে দেয়া হবে ভর্তি লটারির ফলাফল। লটারির মাধ্যমে ভর্তির এই প্রক্রিয়া ফেসবুকে লাইভে দেখানোর নির্দেশনাও দিয়েছে মাউশি। বর্তমানে করোনা মহামারীর কারণে দেশের কোনো স্কুলের ১ম হতে ৯ম শ্রেণি পর্যন্ত কোন শ্রেণিতে ভর্তি পরীক্ষা না অনুষ্ঠিত হওয়ার কারণেই এমন পদ্ধতিতে ভর্তি নেয়া হচ্ছে।

গত ১৪ ডিসেম্বরে শিক্ষা অধিদপ্তর, দেশের সকল সরকারি মাধ্যমিক স্কুলের ভর্তির আবেদনপত্র পূরণ ও ভর্তির নিয়মকানুন সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply