যুক্তরাষ্ট্রে আজ থেকে শুরু হচ্ছে ‘ফাইজার-বায়োএনটেক’ এর প্রয়োগ

|

যুক্তরাষ্ট্রে আজ থেকে শুরু হচ্ছে করোনা প্রতিরোধক ‘ফাইজার-বায়োএনটেক’ ভ্যাকসিনের প্রয়োগ। আপাতত, জরুরি প্রয়োজনে এই টিকা পাবেন বয়োবৃদ্ধ ও স্বাস্থ্য কর্মীরা।

দেশটির খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রক প্রতিষ্ঠান- FDA জানিয়েছে, প্রথম চালানে ৩ লাখ ডোজ পাবে যুক্তরাষ্ট্র। যা ধাপে ধাপে দেশের প্রায় সাড়ে ৬ হাজার টিকাদান কেন্দ্র এবং কেয়ার হোমগুলোতে বণ্টন করা হবে।

প্রথমদিনেই দেশের ১৪৫টি কেন্দ্রে প্রতিষেধক সরবরাহ করবে এই কর্মসূচির সাথে সংশ্লিষ্ট ‘অপারেশন র‍্যাপ স্পিড’।

অবশ্য গুরুতর অ্যালার্জির সমস্যা রয়েছে এমন ব্যক্তিদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে- FDA। তাদের দাবি ব্রিটেনে টিকা প্রয়োগের কারণে দেখা দিয়েছে পার্শ্বপ্রতিক্রিয়া। তাই পূর্ব-সতর্কতা থাকলে এড়ানো সম্ভব অঘটন। যুক্তরাজ্যের পর সর্বসাধারণকে এ টিকাটি প্রয়োগের অনুমোদন দিয়েছে কানাডা-বাহরাইন ও সৌদি আরব।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply