ভার্চুয়ালি নয়, আগের মতোই হবে বইমেলা; তারিখে আসছে পরিবর্তন

|

ফাইল ছবি।

করোনা মহামারি পরিস্থিতিতে অমর একুশে বইমেলা ভার্চুয়ালি করার সিদ্ধান্ত হয়েছিল। তবে শেষ পর্যন্ত চিরায়ত নিয়মেই বইমেলা হওয়ার কথা জানিয়েছেন প্রকাশকরা। তবে পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি জন্য বদলাতে পারে বইমেলা শুরুর তারিখ।

রোববার এ বিষয়ে জ্ঞান এবং সৃজনশীল প্রকাশক সমিতি ও একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী ও মেলা উদযাপন কমিটির সদস্য সচিব ড. জালাল আহমেদের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠক পরই এমন সিদ্ধান্তের কথা জানানো হয়।

জ্ঞান এবং সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহম্মেদ জানান, বইমেলা ভার্চুয়ালি নয়, চিরায়ত নিয়মেই হবে। তবে করোনাভাইরাস বিবেচনায় বইমেলার শুরুর তারিখ পরিবর্তন হতে পারে।

তিনি আরও জানান, স্বাস্থ্যবিধি মেনে কীভাবে বইমেলা হবে তার একটি দিকনির্দেশনামূলক প্রস্তাব বাংলা একাডেমির কাছে জমা দেবে জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি, বাংলাদেশ পুস্তক প্রকাশক এবং বিক্রেতা সমিতি।

বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী জানান, প্রকাশকদের কাছে প্রস্তুতির জন্য ২ মাস সময় চাওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে কীভাবে সুষ্ঠুভাবে বইমেলা আয়োজন করা যায় সেই পদক্ষেপ নেয়া হবে।

উল্লেখ্য, প্রতি বছর ১ ফেব্রুয়ারি থেকে শুরু হয় বইমেলা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply