চীনের সিনোফার্মার ভ্যাকসিনের চূড়ান্ত ট্রায়াল স্থগিত করলো পেরু

|

চীনের সিনোফার্মার ভ্যাকসিনের চূড়ান্ত ট্রায়াল স্থগিত করলো পেরু

চীনের বায়োটেক কোম্পানি- সিনোফার্মার তৈরি ভ্যাকসিনের চূড়ান্ত ট্রায়াল স্থগিত করলো পেরু। একজন স্বেচ্ছাসেবী গুরুতর অসুস্থ হওয়ায় শনিবার এলো সিদ্ধান্ত।

সংশ্লিষ্ট কায়েতানো হেরেদিয়া বিশ্ববিদ্যালয় জানায়, টিকা গ্রহণের পর ঐ স্বেচ্ছাসেবী চলাফেরার শক্তি হারিয়ে ফেলেন। একইসাথে, তার শরীরে দেখা দেয় অন্যান্য পার্শ্ব-প্রতিক্রিয়া। স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি খতিয়ে দেখছে।

বিবৃতিতে জানানো হয়, ভুক্তভোগীর অতীত কোন অসুখের কারণেও ঘটতে পারে এ প্রতিক্রিয়া। এমনটা নিশ্চিত হলে, পুনরায় চালু হবে ভ্যাকসিন ট্রায়াল।

এদিকে লাতিন দেশটিতে ১২ হাজার মানুষের ওপর চূড়ান্ত পরীক্ষা চালাচ্ছে- সিনোফার্মা। করোনাভাইরাসে দেশটিতে মৃত্যুবরণ করেছেন ৩৭ হাজারের কাছাকাছি মানুষ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply