সিনহা হত্যার মামলার চার্জশিট আজ

|

সিনহা হত্যার মামলার চার্জশিট আজ

অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ হত্যা মামলায় কক্সবাজারের আদালতে আজ চার্জশিট দেয়ার কথা আছে র‍্যাবের। চার মাসের বেশি সময় আলোচিত মামলাটি তদন্ত করা হয়েছে।

জানা গেছে, তদন্তে এখন পর্যন্ত ১৫ জনের সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে র‍্যাব। এর মধ্যে ১৪ জন জেলহাজতে আছেন। তারা হলেন-টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার, বাহারছড়া ক্যাম্পের বরখাস্তকৃত পরিদর্শক লিয়াকত আলী, এসআই নন্দদুলাল রক্ষিত, টেকনাফ থানার কয়েকজন পুলিশ সদস্য ছাড়াও আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএনের তিন সদস্য। বাকি ৩ জন স্থানীয়, একজনের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

গেল ৩১ জুলাই শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ। এ ঘটনায় টেকনাফ থানার সাবেক ওসিসহ নয় জনকে আসামি করে মামলা করে তার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply