চট্টগ্রামের কাছে হেরে সেরা চারের আশা প্রায় শেষ রাজশাহীর

|

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ ক্রিকেটে দুর্দান্ত শুরু করা রাজশাহী সেরা চারে খেলার মিশন থেকে প্রায় ছিটকে পড়েছে। নিজেদের শেষ ম্যাচে চট্টগ্রামের সাথে ৩৬ রানে হেরে টুর্নামেন্টে থেকে তাকে বিদায় এক প্রকার নিশ্চিত। শনিবার দুপুরে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৭৬ রানের টার্গেট দেয় চট্টগ্রাম।

জবাবে ব্যাট করতে নেমে নাহিদুল ও জিয়াউর রহমানের দারুণ বোলিংয়ের সামনে মাত্র ১৩৯ রানেই থেমে যায় রাজশাহীর ইনিংস। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্ত এ ম্যাচে নিজেকে মেলে ধরতে পারেননি। দ্রুতই তার উইকেট হারিয়ে বিপদের মুখে পড়ে উত্তরবঙ্গের দলটি।

চট্টগ্রামের বোলিং অ্যাটাকের সামনে নিজেদের সেভাবে মেলে ধরতে পারেননি ইমন, রনি তালুকদার ফজলে রাব্বি ও ইনজুরি কাটিয়ে ফেরা সাইফুদ্দিন। রাজশাহীর হয়ে সর্বোচ্চ ২৮ রান করেছেন নুরুল হাসান। চট্টগ্রামের হয়ে নাহিদুল নিয়েছেন তিন উইকেট। দুটি উইকেট পেয়েছেন জিয়াউর রহমান। রাজশাহীর সেরা চারের সমীকরণটা এখন অনেক যদি কিন্তুর ওপর আটকে আছে। এজন্য আজ দিনের দ্বিতীয় ম্যাচে বরিশালকে ঢাকার বিপক্ষে হারতে হবে। তখন বিবেচনায় আসবে রানরেট। এসব যদি কিন্তুর হিসেব মিললেই তবে সেরা চারে খেলতে পারবে শান্তর দল।

এর আগে, মিরপুরে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে রাজশাহীর সামনে ১৭৬ রানের চ্যালেঞ্জিং টার্গেট ছুড়ে দিয়েছে মিঠুনদের দল। সৌম্য ও লিটন জুটি গড়েছিলেন ১২২ রানের। লিটন ৫৫ রানে আউট হলেও সৌম্য প্যাভিলিয়নে ফিরেছে ৬৬ রানে।

শেষ দিকে আগের ম্যাচে জয়ের নায়ক শামসুর রহমান শুভর ১৮ বলে ৩০ রানের ইনিংসের সুবাদে ৪ উইকেটে ১৭৫ রান তোলে চট্টগ্রাম। জিয়াউর রহমান করেছেন ১০ রান। আর মিস্টার অতিরিক্ত থেকে এসেছে ১২ রান। রাজশাহীর হয়ে আনিসুল ইসলাম ইমন নিয়েছেন দুই উইকেট।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply