রেকর্ড সংক্রমণের দিনে যুক্তরাষ্ট্রে মৃত্যু ৩ লাখ ছাড়ালো

|

রেকর্ড সংক্রমণের দিনে যুক্তরাষ্ট্রে মৃত্যু ৩ লাখ ছাড়াল

এক সপ্তাহের মাথায় ফের রেকর্ড সংখ্যক করোনাক্রান্ত রোগী শনাক্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। এদিন ২ লাখ ৪৬ হাজার মার্কিনি ভাইরাসটির শিকার হয়েছেন। একই সাথে প্রাণহানি ঘটেছে আরও ৩ হাজারের বেশি। এতে করে ট্রাম্পের দেশে মৃতের সংখ্যা ৩ লাখ ছাড়াল আজ।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে ২ লাখ ৪৬ হাজার ৫৩০ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এতে করে সংক্রমিতের সংখ্যা বেড়ে ১ কোটি ৬২ লাখ ৯৫ হাজার ৪৫৮ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ হারিয়েছেন ৩ হাজার ১৯ জন। এ নিয়ে প্রাণহানি বেড়ে ৩ লাখ ২ হাজার ৭৫০ জনে ঠেকেছে।

অপরদিকে, সংক্রমণের তুলনায় কম হলেও গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১ লাখ ৭৪ হাজার ভুক্তভোগী। এতে করে সুস্থতার সংখ্যা ৯৫ লাখ ৭ হাজার ৪১৯ জনে পৌঁছেছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply