বাংলাদেশের অর্থনৈতিক পুনরুদ্ধার প্রত্যাশার চেয়ে শক্তিশালী: এডিবি’র প্রতিবেদন

|

বাংলাদেশের অর্থনৈতিক পুনরুদ্ধার প্রত্যাশার চেয়ে শক্তিশালী: এডিবি'র প্রতিবেদন

কোভিড-১৯-এর মধ্যে বাংলাদেশের অর্থনৈতিক পুনরুদ্ধার প্রত্যাশার চেয়ে বেশি শক্তিশালী হচ্ছে বলে জানিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক- এডিবি। কয়েক মাসে রফতানি ও রেমিটেন্সের ইতিবাচক ধারার ওপর ভর করে অন্যান্য দেশের তুলনায় অনেক দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে।

তবে বাংলাদেশের প্রধান রফতানি গন্তব্যগুলোতে করোনার দ্বিতীয় ঢেউ ব্যাপকভাবে শুরু হওয়ার ফলে দেশটির পুনরুদ্ধার এখনও ঝুঁকির মধ্যে রয়েছে। এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুকের সাপ্লিমেন্ট প্রতিবেদনে, এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

এডিবি বলছে, বাংলাদেশের অর্থনীতিতে মন্দার যে প্রাথমিক ধাক্কা এসেছে তা ইতোমধ্যে কেটে গেছে। করোনা মহামারির কারণে এপ্রিল থেকে জুনে চ্যালেঞ্জের মুখে পড়ে দেশের অর্থনীতি। তবে তা থেকে দ্রুত পুনরুদ্ধার হচ্ছে। অর্থনৈতিক প্রণোদনা ও সামাজিক সুরক্ষা ব্যবস্থার মাধ্যমে অর্থনীতিকে সুসংহত করেছে সরকার। দরিদ্রদের জন্য মৌলিক সেবা নিশ্চিতের উদ্যোগ নেওয়া হয়। রফতানি এবং রেমিটেন্সে সাম্প্রতিক অর্থনৈতিক সক্ষমতা বেড়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply