রংপুরে প্রক্সি পরীক্ষা দিতে এসে আটক ২

|

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর:

রংপুর ডিসি অফিসের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে প্রক্সি পরীক্ষা দেয়ার অভিযোগে দুইজন পরীক্ষার্থীকে সাত দিনের করে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার তাদের এই দণ্ডাদেশ দেয়া হয়।

রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত বিন ‍কুতুব জানান, শুক্রবার সকাল ১১টায় ডিসি অফিসের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছিলো সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও শিশু নিকেতন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় জামালপুরের মো. শহীদুল্লাহ ও ফরিদুপুরের ওসমান আলী প্রক্সি পরীক্ষা দিচ্ছে।

তিনি বলেন, তাৎক্ষণিকভাবে তাদের আটক করে চ্যালেঞ্জ করা হলে তারা প্রক্সি পরীক্ষা দেয়ার কথা স্বীকার করে। পরে তাদের দুইজনকে ৭ দিন করে কারাদণ্ডাদেশ দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply