আজ দৃশ্যমান হচ্ছে পুরো পদ্মা সেতু

|

আজ দৃশ্যমান হচ্ছে পুরো পদ্মা সেতু

সবকিছু ঠিকঠাক থাকলে আজই বসতে যাচ্ছে স্বপ্নের পদ্মা সেতুর সবশেষ স্প্যান। বাকি থাকবে শুধু রোড ও রেল লাইন বসানোর কাজ।

সবশেষ স্প্যানটি রাখা হয়েছে মাওয়া কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ডে। সেখান থেকেই ভাসমান ক্রেনে নেয়া হবে ১২ ও ১৩ নম্বর পিলারের কাছে। শেষ স্প্যানটি বসানো হলে সম্পূর্ণ হবে ৬ কিলোমিটারের বেশি সেতু।

কর্তৃপক্ষ বলছে, পদ্মার দুই প্রান্ত, মাওয়া ও জাজিরা এক বিন্দুতে মিলবে আজ। ৩ বছরের কাছাকাছি সময়ে সবগুলো অর্থাৎ ৪১টি স্প্যান স্থাপনের কাজ শেষ করতে যাচ্ছেন তারা।

২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর, ৩৭ ও ৩৮ নম্বর পিলারের ওপর বসানো হয় প্রথম স্প্যান। এই সুপারস্ট্রাকচারের ভেতর দিয়েই চলবে রেল আর উপর দিয়ে থাকবে সড়ক। সব জল্পনা-কল্পনা আর অনিশ্চয়তার দূরে ঠেলে পদ্মা সেতু এখন বাস্তবতা। তাই উচ্ছ্বসিত দক্ষিণ-পশ্চিম বঙ্গের মানুষ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply