১শ’ দিনে করোনার ১০ কোটি টিকা প্রয়োগের লক্ষ্য নির্ধারণ বাইডেনের

|

দায়িত্ব গ্রহণের পর প্রথম ১শ’ দিনে করোনার ১০ কোটি টিকা প্রয়োগের লক্ষ্য নির্ধারণ করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

১শ’ দিনের জন্য সব নাগরিককে মাস্ক পরার আহ্বানও জানান তিনি। এই সময়ের মধ্যেই শিশুদের স্কুলে ফিরিয়ে নেয়া হবে বলেও আশাবাদ জানান। মঙ্গলবার উইলমিংটনে নতুন প্রশাসনের, স্বাস্থ্যবিভাগের সদস্যদের নাম ঘোষণা করেন বাইডেন। যুক্তরাষ্ট্রের পরবর্তী স্বাস্থ্যমন্ত্রী হচ্ছেন ক্যালিফোর্নিয়ার সাবেক অ্যাটর্নি জেনারেল জাভিয়ের বেসেরা।

ভাইরাস ইস্যুতে বাইডেনের প্রধান মেডিকেল উপদেষ্টা হিসেবে কাজ করবেন ড. অ্যান্থনি ফাউচি। ২০ জানুয়ারি বাইডেন প্রেসিডেন্ট হিসেবে কাজ শুরুর সময় থেকেই কোভিড নিয়ন্ত্রণে কাজ করবে তার নতুন স্বাস্থ্য টিম।

বাইডেন জানিয়েছেন, সবার জন্য বাধ্যতামূলক মাস্ক, টিকা প্রয়োগ আর শিশুদের স্কুলে ফিরিয়ে নেয়া; প্রথম ১০০ দিনে আমার মূল লক্ষ্য। ওই একশ’ দিনেই পার্থক্যটা তৈরি হয়ে যাবে। দেশের সব প্রান্তে টিকা পৌঁছে দিতে কংগ্রেসের তহবিল নিশ্চিত করতে হবে। এটা কোনো রাজনৈতিক বিবৃতি নয়। পরিস্থিতি হয়তো শতভাগ পাল্টে যাবে না। সময় লাগবে। তবে, আমরা পারবো।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply