পঞ্চবটি-মুক্তারপুর রুটে তৈরি হবে নতুন উড়াল সড়ক

|

পঞ্চবটি-মুক্তারপুর রুটে নতুন উড়াল সড়ক তৈরি হচ্ছে। এর ফলে মুন্সিগঞ্জের সঙ্গে ঢাকা ও নারায়ণগঞ্জের দ্রুত যোগাযোগ স্থাপন হবে। এ সংক্রান্ত প্রায় ২ হাজার ২২৭ কোটি টাকার প্রকল্প উপস্থাপন করা হয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি- একনেক সভায়। প্রকল্পটি বাস্তবায়ন করবে সেতু কর্তৃপক্ষ।

মঙ্গলবার সকালে, ভিডিও কনফারেন্সে একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় সভায় উপস্থাপন করা হয় ৫টি প্রকল্প।

পরিকল্পনা কমিশন জানায়, রাজধানী ঢাকা ও নারায়ণগঞ্জের সঙ্গে ভবিষ্যৎ শিল্প নগরী হয়ে উঠা মুন্সীগঞ্জের সহজ সড়ক যোগাযোগ তৈরি করতে চায় সরকার। এর ফলে পঞ্চবটি থেকে মুন্সীগঞ্জের মুক্তারপুর সেতু পর্যন্ত সড়ক দুই লেনে প্রশস্ত করার পাশাপাশি দুই লেনের এক্সপ্রেসওয়ে করা হবে।প্রকল্পটি বাস্তবায়িত হলে দক্ষিণাঞ্চলের যানবাহনগুলো রাজধানীতে না ঢুকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলতে পারবে। এর বাইরে কৃষি তথ্য সেবা প্রকল্পের সংশোধিত প্রস্তাব নিয়ে আলোচনা চলছে একনেক সভায়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply