‘পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই ভাস্কর্যবিরোধীদের প্রতিরোধ করতে হবে’

|

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই ভাস্কর্যবিরোধীদের প্রতিরোধ করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সোমবার দুপুরে অপরাজেয় বাংলার সামনে আয়োজিত এক মানববন্ধনে এমন মন্তব্য করে ঢাবি শিক্ষক সমিতির সদস্যরা।

তারা বলেন, যারা ধর্মীয় বিদ্বেষ ছড়িয়ে ভয়ংকর পরিস্থিতি তৈরির চেষ্টায় লিপ্ত, তাদেরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। এসময় শিক্ষকরা আরও বলেন, ভাস্কর্য সৃজনশীলতা বিকাশের মাধ্যম। শিল্পচর্চার এই মাধ্যম আজ হুমকির মুখে বলেও মন্তব্য করেন তারা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামান বলেন, বিজয়ের মাসে এমন ঘটনা জাতির জন্য দুর্ভাগ্যজনক।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply