চুইংগাম গিলে ফেললে কী হয়?

|

চুইংগাম গিলে ফেললে কী হয়?

ছোট থেকে বড় সবাই কমবেশি চুইংগাম খেয়ে থাকেন। এটি চিবানোর অনেক সুবিধা রয়েছে, যেমন- ওজন হ্রাস, মুড ঠিক করার ক্ষেত্রেও কার্যকর। তবে চুইংগাম চিবোতে চিবোতে ভুলবশত গিলে ফেলার ঘটনা নতুন কিছু নয়! পেটে চলে যাওয়ার পর প্রত্যেকেই টেনশনে পড়ে যায়, কারণ অনেকেরই ধারণা যে চুইংগাম গিলে ফেললে তা পেটে সাত বছর পর্যন্ত থেকে যায়। আসলে এটি এমন কিছুই নয়।

নিউইয়র্কের ল্যাঙ্গোন মেডিকেল সেন্টারের গবেষণা অনুযায়ী, চুইংগাম দুর্ঘটনাক্রমে পেটে চলে গেলে আতঙ্কিত হবেন না। এটি খাবারের মতোই হজম হয়, তবে এতে কিছুটা সময় লাগে।

এর প্রভাব কী?

পাচনতন্ত্রে অ্যাসিড এবং এনজাইম রয়েছে, যা চুইংগাম হজম করতে সহায়তা করে। সাধারণ খাবার খাওয়ার পরে কয়েক ঘণ্টার মধ্যে হজম হয়ে যায়। তবে চুইংগাম গিলে ফেললে এটি হজম হতে দুই থেকে তিন দিন সময় লাগে। চুইংগাম গিলে ফেলার পর তা খুব বেশি হলে এক সপ্তাহ পর্যন্ত পেটে থাকতে পারে। পরে মলে পরিণত হয়ে শরীর থেকে বেরিয়ে যায়। সুতরাং যদি আপনি ভুলবশত চুইংগাম গিলে ফেলেন তবে চিন্তা করবেন না। এটি নিজে থেকেই বাইরে বেরিয়ে যাবে।

তথ্যসূত্র: বোল্ডস্কাই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply