ভারতে কৃষক আন্দোলন: পঞ্চম দফা বৈঠকেও কোন সুরহা হয়নি

|

ভারতে কৃষক আন্দোলন: পঞ্চম দফা বৈঠকেও কোন সুরহা হয়নি

ভারতে চলমান কৃষক আন্দোলন নিয়ে সরকারের সাথে পঞ্চম দফা বৈঠকেও কোন সুরহা হয়নি। শনিবার চার ঘণ্টার বৈঠকে কোন সিদ্ধান্ত না আসায় বুধবার ফের আলোচনায় বসার কথা জানিয়েছে নরেন্দ্র মোদি প্রশাসন।

কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার জানান, আন্তরিকতার সাথে সব সংকট সমাধানের চেষ্টা চলিয়ে যাচ্ছে সরকার। মূলত কৃষকদের প্রতিনিধি দল সরকারের কাছে ৩টি বিতর্কিত কৃষি আইন বাতিলসহ ৩৯ দফা প্রস্তাব তুলে ধরেছে যা বাস্তবায়নে অনড় তারা। এরই মধ্যে মঙ্গলবার দেশব্যাপি বনধের ডাক দিয়ে রেখেছে কৃষক আন্দোলনের নেতারা।

সেপ্টেম্বরে পাস হওয়া আইনের প্রতিবাদে এখনও ক্যাম্প করে দিল্লির রাস্তায় অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন কৃষকরা। চলমান এই আন্দোলনে এখন পর্যন্ত প্রাণ গেছে ৩ জনের।

এতে জরুরি সেবা বিঘ্নিত হচ্ছে এমন অভিযোগে তাদের সরিয়ে দিতে দাখিল করা পিটিশন পাঠানো হয়েছে সর্বোচ্চ আদালতে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply