সচেতনতার সাথে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলা করতে হবে: প্রধানমন্ত্রী

|

সচেতনতার সাথে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলা করতে হবে: প্রধানমন্ত্রী

বিশ্বে আবারোও করোনার সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। তাই সচেতনতার সাথে দেশবাসীকে কোভিডের দ্বিতীয় ঢেউ মোকাবেলার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া করোনার ভ্যাকসিন দেশে আনার সব প্রস্তুতিও সম্পন্ন বলে জানান তিনি।

শনিবার সকালে গণভবন থেকে বর্ডার গার্ড বাংলাদেশের ৯৫তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা জানান, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই প্রতিটি প্রতিষ্ঠানকে আধুনিক করে গড়ে তোলা হচ্ছে। তিনি আরও বলেন, নির্দিষ্ট লক্ষ্য নিয়েই বিজিবিকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলা হয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, আমাদের বর্ডার গার্ডের যেসব এলাকা উন্মুক্ত ছিল, প্রত্যেকটাতে আমরা বর্ডার পোস্ট নির্মাণ করে দিচ্ছি। বিজিবিকেও শক্তিশালী করা এবং প্রতিটি জায়গায় তাদের যে অবস্থানটা, সেটা যেন নিশ্চিত হয়, তার ব্যবস্থা আমরা নিয়েছি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply