ইপিএলএ জমজমাট লড়াইয়ের আভাস দিচ্ছে ম্যানসিটি ও ইউনাইটেড

|

ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে রাতে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি ও ফুলহ্যাম। আরেক ম্যাচে চেলসির প্রতিপক্ষ লিডস।

শেষ পাঁচ ম্যাচে ম্যান সিটির জয় মাত্র দুটিতে তাই জয়ের জন্যই মাঠে নামবে ম্যানসিটি। প্রতিপক্ষ দুর্বল নাকি শক্তিশালী সেই বিচারে না যেয়ে কোচ গার্দিওলার একটাই লক্ষ্য ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান শক্ত করা।

এই মুহূর্তে পয়েন্ট টেবিলে ম্যানচেস্টার সিটির অবস্থান ১১ নম্বরে। বাংলাদেশ সময় রাত নয়টায় শুরু হবে ম্যাচটি।

আরেক ম্যাচে দুর্দান্ত ফর্মে থাকা ওয়েস্টহামের প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেড। পয়েন্ট টেবিলে ওয়েস্টহ্যাম প্রতিপক্ষে ইউনাইটেডের চাইতে এগিয়ে থাকলেও দারুণ লড়াইয়ের আভাস দিচ্ছে দল দুটি। দুই দলেরই একমাত্র লক্ষ্য জয় ছিনিয়ে নেয়ার।

ঘরের মাঠে ফুলহাম কিছুটা সুবিধা পেলেও কোন ছাড় দিবে না ম্যানচেস্টার উইনাইটেড। ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের ৫ নম্বরে আছে ফুলহাম আর নয়ে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় শুরু হবে ম্যাচটি।

চেলসি ও লিডসের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়। এই ম্যাচেও লড়াইটা জমবে বেশ সেই আভাসই দিয়েছে দুই দলের খেলোয়াড়রা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply