খেলার মাঠে ভবন নির্মাণ না করার দাবিতে এলাকাবাসীর মানববন্ধনে শিক্ষার্থীদের হামলা

|

মাঠে খেলতে দেয়ার দাবিতে মানববন্ধনে শিক্ষার্থীদের হামলা

রাজধানীর মহাখালীতে খেলার মাঠে ভবন নির্মাণ না করার দাবিতে এলাকাবাসীদের মানববন্ধনে হামলা হয়েছে। ইনস্টটিটিউট অব হেলথ টেকনোলজির শিক্ষার্থীরা এই হামলা করেছে বলে দাবি স্থানীয়দের। এ সময়, পরিস্থিতি স্বাভাবিক করতে গেলে পুলিশের ওপরও চড়াও হয় শিক্ষার্থীরা। নাজেহাল হন কয়েকজন সদস্য।

বেশ কয়েকদিন ধরে মহাখালীর ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজির খেলার মাঠে ভবন নির্মাণের প্রক্রিয়া চলছে, তাই সেখানে খেলতে দেয়া হয় না মহল্লাবাসীদের। খেলতে দেয়ার দাবিতে শুক্রবার সকালে মানববন্ধন করে এলাকার শিশু-কিশোররা।

এ সময় তাদেরকে লাঠিসোটা নিয়ে ধাওয়া করে হেলথ টেকনোলজির শিক্ষার্থীরা। ব্যানার কেড়ে নিয়ে মারধরেরও অভিযোগ ওঠে। বেশ কিছুক্ষণ পর সেখানে পুলিশ এসে হামলাকারী শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে। এ সময় তারা পুলিশের তিন সদস্যকে ঘিরে ধরে। পুলিশের এক উপ-পরিদর্শককে নাজেহালও করে। পরে বনানী থানা থেকে অন্য পুলিশ সদস্যরা আসলে পরিস্থিতি শান্ত হয়।

এলাকাবাসীর অভিযোগ, ক্যাম্পাসে পর্যাপ্ত জায়গা থাকলেও খেলার মাঠেই হোস্টেল ভবন নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। তাই সেখানে খেলতে গেলে মারধর করা হয়।

অন্যদিকে, শিক্ষার্থীদের দাবি খেলার কথা বলে আইএইচটির মাঠ দখল করে রাখতো স্থানীয়রা।
অবশ্য পুলিশকে নাজেহাল করার অভিযোগ অস্বীকার করেছেন তারা।

ঘটনাটি নিয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলেনি পুলিশের কেউ। তবে, ভিডিও ফুটেজ দেখে ব্যবস্থা নেয়ার কথা জানান কর্মকর্তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply