আখাউড়ায় রেলের অবৈধ স্থাপনা উচ্ছেদ

|

আখাউড়ায় রেলের অবৈধ স্থাপনা উচ্ছেদ

আখাউড়া প্রতিনিধি:

আখাউড়া রেলওয়ে জংশন এলাকায় অভিযান চালিয়ে রেলওয়ের সম্পত্তিতে অবৈধভাবে থাকা দোকানপাট ও বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় পৌর শহরের বড়বাজার এলাকায় এ উচ্ছেদ অভিযান শুরু হয়।
জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলপথের আখাউড়া-লাকসাম জংশনের মাঝে ডাবল রেললাইন নির্মাণের কাজ চলছে। কিন্তু আখাউড়া রেলওয়ে জংশনের দক্ষিণ আউটার বড় বাজার এলাকার রেলওয়ের লিজকৃত জায়গা থেকে উচ্ছেদের নির্দেশনার পাশাপাশি ক্ষতিপূরণ নিয়েও রেলওয়ের জায়গা ছাড়ছেন না লিজ গ্রহীতারা।

আখাউড়া-লাকসাম ডাবল রেললাইন প্রকল্প পরিচালক মো. রমজান আলী যমুনা টেলিভিশনকে জানান, রেলওয়ের সম্পত্তিতে বসবাস করছে অথচ ক্ষতিপূরণ নিয়ে এখনও সরে যাচ্ছেন না। তিনি আরও বলেন, রেলপথ নির্মাণ প্রকল্প কাজ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে আখাউড়ার ওই অংশে পাকা, সেমি-পাকা বাড়িসহ বিভিন্ন স্থাপনা ও গাছপালা গুঁড়িয়ে দেয়া হচ্ছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply