বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেলে গ্লোব বায়োটেকের ভ্যাকসিন নিবে সরকার: স্বাস্থ্য সচিব

|

বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেলে সরকার গ্লোব বায়োটেকের ভ্যাকসিন নেবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান। এর জন্য প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতারও আশ্বাস দিয়েছেন তিনি।

তিনি বলেন, করোনা মোকাবিলায় সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার; প্রয়োজনে দুই ধাপের ট্রায়াল একসাথে করার অনুমোদন দেবে সরকার। মঙ্গলবার দুপুরে গ্লোব বায়োটেকের ল্যাব পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

সচিব আরও বলেন, এই টিকা সফল হলে দেশের ভাবমূর্তিও বাড়বে। এছাড়া ১৭ কোটি মানুষকে কোভিড ভ্যাকসিন দিতে হলে দেশীয় কোম্পানির ভ্যাকসিন নিতেই হবে বলেও জানান স্বাস্থ্য সচিব। সময় গ্লোবের আবিষ্কৃত ভ্যাকসিনের নাম ব্যানকোভিডের পরিবর্তে ‘বঙ্গভ্যাক্স’ করার প্রস্তাবও দেন তিনি।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply