আদালত চাইলে ‘যাবজ্জীবন’ মানে আমৃত্যু কারাদণ্ড

|

ফাইল ছবি।

যাবজ্জীবন মানে ৩০ বছরের কারাদণ্ড তবে আদালত চাইলে আমৃত্যু কারাদণ্ড দিতে পারবেন। আজ এই রায় দিয়েছে আপিল বিভাগ।

আপিল বিভাগ বলেন, বিচারক যদি আমৃত্যু কারাদণ্ড লেখেন তবে আসামি কোনো ছাড় পাবেন না। একই রকম ভাবে, ”যাবজ্জীবন অর্থে ৩০ বছরের কারাদণ্ডের সুবিধা” পাবেন না যুদ্ধপরাধ ট্রাইবুনালে সাজাপ্রাপ্ত ব্যক্তিরা।

আতাউর রহমান মৃধা বনাম রাষ্ট্র মামলার প্রেক্ষিতে আজ এ রায় দিয়েছেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসন এর নেতৃত্বাধীন ৭ সদস্যদের আপিল বেঞ্চে।

এই মামলার আইনজীবি খন্দকার মাহবুব হোসেন বলেন, আমরা আদালতের রায়ে মোটামুটি সন্তুষ্ট। তবে আমরা মনে করি, আমৃত্যু কারাদণ্ড মানবাধিকার পরিপন্থী। কোন আসামিকে আমৃত্যু কারাদণ্ড দেয়া হলে কারাগারে ওল্ড হোম খুলতে হবে। কারণ কোন বন্দি বৃদ্ধ হয়ে গেলে তার স্বাভাবিক চলাচলে সমস্যা হবে তখন তার জন্য আলাদ ব্যবস্থা করা প্রয়োজন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply