আয়কর রিটার্ন জমা দেয়ার সময় বাড়লো ১ মাস

|

আয়কর রিটার্ন জমা দেয়ার সময় ১ মাস বাড়ানো হয়েছে। এর ফলে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এ বছরের আয়কর রিটার্ন দেওয়া যাবে।

আজ বিকেলে এনবিআর কার্যালয়ে এই কথা জানান এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

এসময় তিনি আরও বলেন, ৫০ লাখ টিআইএন’ধারীর মধ্যে রোববার পর্যন্ত জমা দিয়েছেন মাত্র ১৫ লাখ। একইসাথে, কাঙ্ক্ষিত হারে বাড়েনি আয়কর প্রদানের আওতা।

এরআগে রোববার এক সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান জানান, রিটার্ন জমা দেয়ার সময় আর বাড়ানো হবে না। তবে যৌক্তিক কারণ দেখিয়ে সময় বাড়ানোর আবেদন করা যাবে। এই আবেদন গ্রহণ হলে রিটার্ন জমা দিতে তাদের দুই থেকে চার মাস পর্যন্ত সময় দেয়া হবে। জরিমানা মওকুফও করতে পারবেন কর কমিশনার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply