সুন্দরবনের দুবলার চরে সনাতন ধর্মাবলম্বীদের পুণ্যস্নান শুরু

|

সুন্দরবনের দুবলার চরের আলোরকোলে সনাতন ধর্মাবলম্বীদের যুগ যুগ ধরে চলে আসা পুণ্যস্নান শুরু হয়েছে। সোমবার সকাল থেকে এ ধর্মীয় কর্মযজ্ঞ শুরু হয়।

পুণ্যস্নান ও রাস উৎসবে খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর, বাগেরহাটসহ দেশের নানা প্রান্ত থেকে হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী নারী পুরুষ অংশগ্রহণ করেন।

গত বছর ঘূর্ণিঝড়ের কারণে এই উৎসবটি হয়নি। এই বছর করোনার কারণে পাঁচ দিনব্যাপী রাশ মেলাটি বাদ রেখে শুধু মাত্র সনাতন ধর্মাবলম্বীদের পূজা ও সমুদ্র স্নান হচ্ছে। সেখানে শত শত নারী পুরুষ অংশ নিচ্ছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply