এবার ইউটিউবে অডিও বিজ্ঞাপন

|

এবার সরাসরি কেনাকাটা করা যাবে ইউটিউবে

বিশ্বের জনপ্রিয় ভিডিওশেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব নতুন বিজ্ঞাপন ফরম্যাটের ঘোষণা দিয়েছে। যারা ইউটিউবে দেখার চেয়ে বেশি শোনেন, তাদের জন্যই এ বিজ্ঞাপন। এর ফলে বিজ্ঞাপনদাতারা আরও নির্দিষ্টভাবে বিজ্ঞাপন প্রদান করতে পারবেন। অডিও বিজ্ঞাপন নামের এ বিজ্ঞাপন ফরম্যাট সম্পর্কে বিস্তারিত এক ব্লগ পোস্টে জানান হয়েছে। সেখানে বলা হয়েছে, অডিও বিজ্ঞাপন হল সেসব ভিডিও’র জন্য, যেগুলো দর্শকরা দেখার চেয়ে বেশি শুনে থাকেন।

তবে মজার বিষয় হল, এ বিজ্ঞাপনগুলো শুধু অডিও হবে এমন নয়। বিজ্ঞাপনগুলো এমন হবে, এটির অডিও সবচেয়ে ভালোভাবে যোগাযোগ তৈরি করতে পারবে; ভিজ্যুয়াল সাইডে থাকছে ছবি কিংবা সাধারণ অ্যানিমেশন।

পরীক্ষামূলকভাবে অডিও বিজ্ঞাপন ক্যাম্পেইন চালিয়ে ৭৫ শতাংশের বেশি বিজ্ঞাপন অধিক ব্র্যান্ড সচেতনতা তৈরি করতে পেরেছে বলে দাবি করছে ইউটিউব।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply