পরমাণু বিজ্ঞানী ফাখরিজাদেহ’কে হত্যার কঠোর প্রতিশোধ চান স্ত্রী

|

পরমাণু বিজ্ঞানী ফাখরিজাদেহ'কে হত্যার কঠোর প্রতিশোধ চান স্ত্রী

পরমাণু বিজ্ঞানী মহসেন ফাখরিজাদেহকে হত্যা করে কোন ভাবেই ইরানের অগ্রগতি রোধ করা যাবে না। এমন হুঁশিয়ারি দিয়েছেন তার সন্তান। বলেন, ইরানের উন্নয়নে আরও হাজার গুন ছড়িয়ে দেয়া হবে তার চিন্তাধারাকে।

এছাড়া শুক্রবারের এ হত্যাকাণ্ডের ঘটনায় ইসরায়েলকে সরাসরি দায়ী করে কঠোর প্রতিশোধ নেয়ার দাবি জানান তার স্ত্রী।

এদিকে স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় দাফন সম্পন্ন হয়েছে ইরানী এই পরমাণু বিজ্ঞানীর। লকডাউনের কারণে জনসমাগমের অনুমতি না থাকায় সীমিত পরিসরে পরিবারের সদস্যদের নিয়ে দাফন করা হয়। মহসেন ফাখরিজাদেহকে গুলি করে হত্যার প্রতিবাদ জানিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বিরোধী বিক্ষোভ হয়েছে তেহরানে। নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও তুরস্ক।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply