৫ দফা দাবি বাস্তবায়নে ঠাকুরগাঁও সুগার মিল শ্রমিক-কর্মচারী ও আখচাষিদের মানববন্ধন

|

ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁও সুগার মিল শ্রমিক কর্মচারীর সমুদয় বকেয়া বেতন পরিশোধ, আসন্ন আখ মাড়াই মৌসুমে দেশের ১৫টি চিনিকল একসাথে চালু করার তারিখ নির্ধারণ, অবসরপ্রাপ্ত কর্মচারীদের পি.এফ গ্রাচুয়িটির টাকা পরিশোধ, আখ চাষিদের আখের মূল্য পরিশোধ ও সার-বীজ-কীটনাশক উপকরণ সরবরাহসহ ৫ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গি মহাসড়কে এই মানববন্ধন করেন ঠাকুরগাঁও সুগার মিল শ্রমিক কর্মচারী ইউনিয়ন ও আখচাষি সমিতির সদস্যরা।

মানববন্ধনে বক্তব্য দেন আখচাষি সমিতির সদস্য সচিব ইউনুস আলী, কৃষক প্রতিনিধি জাকারিয়া হোসেন, শ্রমিক ফেডারেশনের সভাপতি উজ্জ্বল হোসেন, সাধারণ সম্পাদক এনায়েত হোসেনসহ আরও অনেকে।

মানববন্ধনে বক্তারা প্রধানমন্ত্রীর দৃষ্টিআকর্ষণ করে বলেন, কৃষিখাতে ভর্তুকি দিচ্ছেন সরকার কিন্তু কিছু অসাধু কর্মকর্তাদের অব্যবস্থাপনার কারণে প্রতিবছরই মিলকে লোকসান গুণতে হচ্ছে। তাই সুগার মিলকে টিকিয়ে রাখাতে সরকারের নির্দেশিত নীতি অনুসরণ করে মিলকে আধুনিকায়ন করাসহ শ্রমিক ও আখচাষিদের ন্যায্যদাবি মানতে হবে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply