থাইল্যান্ডে ৫ হাজার বছর আগের তিমির কঙ্কাল আবিষ্কার

|

ছবি: বিবিসি।

থাইল্যান্ডে প্রায় ৫ হাজার বছর আগের একটি তিমির কঙ্কাল আবিষ্কৃত হয়েছে। ব্যাংককের প্রায় ১২ কিলোমিটার পশ্চিমে সামুত সাখন উপকূলে পাওয়া যায় তিমিটির দেহাবশেষ।

দীর্ঘসময় পার হলেও দেহাবশেষটি প্রায় নিখুঁত রয়েছে বলে জানান গবেষকরা। ৩৯ ফুট দৈর্ঘ্যের এই কঙ্কাল দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি ব্রাইড’স প্রজাতির তিমি।

আংশিকভাবে জীবাশ্মে পরিণত হওয়া তিমিটিকে প্রাণীবিজ্ঞানের ক্ষেত্রে বিরল আবিষ্কার বলে আখ্যা দিয়েছেন গবেষকরা। এই আবিষ্কারের মাধ্যমে জীববৈচিত্রের পরিবর্তন এবং সমুদ্রের উচ্চতা বৃদ্ধির বিষয়ে অনেক তথ্য পাওয়া সম্ভব বলে আশা প্রকাশ করছেন তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply