রাঙামাটিতে চলছে দিনব্যাপী কঠিন চীবর দান উৎসব

|

রাঙামাটি প্রতিনিধি:

রাঙামাটি রাজবন বিহারে ৪৭তম কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে। অন্যান্য বছর দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হলেও এবার করোনাভাইরাসের প্রার্দূভাবে সীমিত আকারে রাজবন বিহারের কঠিন চীবর দান উৎসব অনুষ্ঠিত হয়।

শুক্রবার সকাল থেকে বনবিহারে বুদ্ধমূর্তিদান, সংঘদান, অষ্টপরিষ্কার দান, কঠিন চীবর দান পঞ্চশীল প্রার্থনা, সুত্রপাঠ, ধর্মীয় দেশনা, কল্পতরু প্রদক্ষিণসহ নানাবিধ দান সম্পন্ন করা হয়।

দুপুর ২টায় চীবরটি উৎসর্গ শেষে রাজবন বিহার অধ্যক্ষ প্রজ্ঞালংকার মহাস্থবিরের হাতে তুলে দেন রাজবন বিহারের সহসভাপতি গৌতম দেওয়ান। এ সময় সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান, জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমাসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিবছর তুলা থেকে সুতা কাটাসহ কোমর তাঁতের মাধ্যমে বুনন প্রক্রিয়ার ২৪ ঘণ্টার মধ্যে তৈরি কঠিন চীবর দান করা হলেও এবার করোনার কারণে আনুষ্ঠানিকভাবে চীবর বানানো না হলেও দোকান বা ঘরে বানানো চীবর দান করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply