প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করলেন সৌদি ও ভুটানের রাষ্ট্রদূত

|

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন সৌদি আরব ও ভুটানের রাষ্ট্রদূত। বৃহস্পতিবার সকালে গণভবনে পৃথকভাবে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

নবনিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসেফ আল-দুহাইলানের সাথে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী জানান, সৌদি সহায়তায় উপজেলা পর্যায়ে ৫৬০টি মডেল মসজিদ-কাম-ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মিত হচ্ছে।

এছাড়া ৮টি বিভাগে সব ধরনের সুযোগ সুবিধাসহ ৮টি আইকনিক মসজিদ নির্মাণের কথাও জানান তিনি। এসময় সৌদি রাষ্ট্রদূত, দু’দেশের মধ্যকার সম্পর্ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আরো গভীর ও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন।

এরপরে গণভবনে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েন্টসিল। এসময় দুই দেশের পারস্পারিক সাহায্য সহযোগিতা নিয়ে আলোচনা করেন তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply